মাদকদ্রব্য অধিদপ্তরের ট্রান্সফোর্স অভিযানে ৩ জনের জেল

  10-04-2021 07:43PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য অধিদপ্তরের ট্রান্সফোর্স অভিযানে ৩ জন মাদক কারবারির প্রত্যেককে ১৫ দিনের করে জেল প্রদান করেছেন ভ্র্যামমান আদালতের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ।

শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা সেবনের উপকরণসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হাবিব, এসআই শাকিলার রহমান, শাহ আলম, মামুন-আর রশিদ, নাছির উদ্দিন, আরিফুল হক। যাদেরকে গ্রেফতার ও জেল প্রদান করা হয় তারা হলেন- কঞ্চিবাড়ি ইউনিয়নের কালির খামার গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে রাজু মিয়া, শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের কছর আলীর ছেলে ফদির মিয়া, চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের নুজ্জামান মিয়ার ছেলে রফিকুল ইসলাম। এনিয়ে সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং করেন উপজেলা নিবার্হী অফিসার। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিত্বে ৪টি স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে মাদকসেবন অবস্থায় গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে মাদক সেবনের কলকিসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। তাদেরকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৫ দিনের করে জেল প্রদান করা হয়। পরে মাদকদ্রব্য গাঁজাসহ অন্যান্য উকরণ পুড়িয়ে ধংস করে দেয়া হয়।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন