পাইকগাছায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের নির্দেশনা এমপি বাবুর

  14-04-2021 05:57PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার বিভিন্ন পোল্ডারের দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ জরুরী ভিত্তিতে সংস্কার করতে পাউবোর কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি বর্ষা মৌসুমের আগে উপজেলার দেলুটি, গড়–ইখালী, গদাইপুর, কপিলমুনি, হরিঢালী, রাড়ুলী, লতা, লস্কর, সোলাদানার বিভিন্ন পয়েন্টে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করতে না পারলে বর্ষা মৌসুমে বিপদ ডেকে আনতে পারে। তিনি ১৩ এপ্রিল উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির জুম মিটিয়ে উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের শাখা প্রকৌশলীকে এ নির্দেশনা দেন।

পৌরসভার লবণ পানি উত্তোলন বন্ধের পদক্ষেপকে ইতিবাচক মনে করে তিনি পরিত্যক্ত স্লুইস গেট দিয়ে যারা পোল্ডারে লবণ পানি তুলে কৃষির পরিবেশ নষ্ট করছেন তাদের চিহ্নিত করার তাগিদ দেন। একই সময় এমপি বাবু বলেন, সোলাদানার নির্বাচনী সংঘাতের ঘটনায় সূত্রপাতে কে দায়ী, তাহা তদন্ত করে চিহ্নিত করা প্রয়োজন। সর্বশেষ রাড়–লিতে একজন স্বতন্ত্র প্রার্থী ডিশ ব্যবসায়ী নৌকা প্রতীক প্রার্থী ও সমর্থকদের নামে কথিত হুমকির গুজব তুলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছেন তারও তদন্ত করে উষ্কানি দাতাদের খুঁজে বের করার তাগিদ দেন সংশ্লি¬ষ্টদের প্রতি। উপজেলা পরিষদের পর-পর দুইটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেরা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি তদন্ত মোল্লা খালিদ হোসেন ও ইউপি চেয়ারম্যান রিপন মন্ডল প্রমুখ। দুইটি সভার সদস্যরা জুমের মাধ্যমে সংযুক্ত হয়ে তাদের মতামত তুলে ধরেন। সভা সূত্র জানায়, লকডাউনের সময় সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ছাড়তে নিষেধ করা হয়েছে। এ মৌসুমে যারা দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাঁটতে যায় চেয়ারম্যানের মাধ্যমে তালিকা করে ইউএনও'র নিকট থেকে সত্যায়িত করতে বলা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি সহ সরকারী নির্দেশনা মেনে লকডাউন মানতে অনুরোধ করা হয়েছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন