রমজানে বাজার দর নিয়ন্ত্রণ ও লকডাউন বাস্তবায়নে মাঠে নওগাঁর জেলা প্রশাসক

  15-04-2021 01:42PM

পিএনএস ডেস্ক : সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্যবিধি মানাতে ও রমজান মাস উপলক্ষে বাজার দর নিয়ন্ত্রণ রাখতে শহরের বিভিন্ন কাঁচাবাজার পরিদর্শন করেছেন নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড, সিও অফিস, মুক্তির মোড়, বাটার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কাঁচাবাজারসহ বিভিন্ন পয়েন্ট তিনি পরিদর্শন করেন। এ সময় যারা বিভিন্ন অযুহাতে বাড়ির বাইরে বের হচ্ছেন ও রিকশা-ভ্যান ও মোটরসাইকেল নিয়ে বের হচ্ছেন তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠান।

এছাড়াও কাঁচাবাজারগুলোতে লকডাউন ও রমজান মাস উপলক্ষে যাতে কেউ অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রি করতে না পারে এ বিষয়ে মনিটরিং করেন এবং সবাইকে বাজার দরের মূল্য তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।

নওগাঁর জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার এই লকডাউন ঘোষণা করেছে। তাই সকলকে অন্তত:পক্ষে নিজেদের সুরক্ষার স্বার্থে লকডাউন মেনে চলার আহ্বান জানান। আর সকলকে স্বাস্থ্যবিধি মানাতে ও রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের বাজার দর নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানান।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন