রমজানে কোনোভাবেই ৪ পণ্যের দাম বাড়বে না : প্রাণিসম্পদমন্ত্রী

  25-02-2023 04:10PM

পিএনএস ডেস্ক : পবিত্র রমজান মাসে কোনোভাবেই চার পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পবিত্র রমজানে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কোনোভাবেই বাড়বে না। বরং এসব পণ্যের দাম কীভাবে কমানো যায় আমরা সেই প্রক্রিয়ায় আছি।

রেজাউল করিম বলেন, রমজানে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র বসাবে সরকার। বর্তমানে মাছ, মাংস, দুধ ও ডিমের যে দাম, বাজার ব্যবস্থাপনাকে আরও সংহত ও মনিটরিং করা হলে দাম আরও কমে আসবে।

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পোলট্রি অ্যানিমেল ফিডের উপকরণ বিদেশ থেকে আনতে অনেক প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে হচ্ছে। খাদ্য উৎপাদনের ব্যয়ও বেড়েছে। এসবের কারণে খাদ্যের দাম বেড়েছে।

মন্ত্রী বলেন, দেশের ভেতরে যাতে বিকল্প খাদ্য তৈরি করা যায়, সে জন্য সাভারে নতুন একটা কারখানা স্থাপন করা হয়েছে। বিদেশমুখী না হতেই বাংলাদেশেই মিশ্র খাদ্য তৈরি হবে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন