
সরকারি অফিসের অনাবাদি জমিতে সবজি চাষ
29-05-2023 02:49PM
পিএনএস ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের চন্দনা নামের সরকারি কোয়াটারের সামনে একটি সবজি বাগান গড়ে তুলেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। সেখানে শোভা পাচ্ছে শশা, বেগুন, ঢ্যাঁড়শ, চিচিংগা, লাল শাক, পুঁই শাক, ডাটা শাকসহ নানা জাতের সবজি। সেখানে উৎপাদিত সবজি ওই কর্মকর্তাসহ কয়েকটি পরিবারের চাহিদা মিটাচ্ছে।এ বিষয়ে ওই কর্মকর্তা, মোহাম্মদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে' এই নির্দেশনার আলোকে তিনি সবজি বাগান করেছেন। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের...বিস্তারিত