৩৫০ সিসির মোটরসাইকেলের অনুমতি

  08-09-2023 10:24PM

পিএনএস ডেস্ক : দেশের বাজারে ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল ছাড়ার অনুমোদন দিয়েছে সরকার। এর আগে দেশের বাজারে ১৬৫ সিসির বেশি ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন ছিল না।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

নতুন নীতির ফলে দেশে রয়েল এনফিল্ডের বেশ কিছু মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে।

নতুন এ সিদ্ধান্তের ফলে বিভিন্ন কোম্পানির উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশের বাজারে প্রবেশ করতে পারবে।

মোটরসাইকেল উৎপাদনকারী ও পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলো মনে করছে, মোটরসাইকেলের সিসি যত বেশি, নিরাপত্তা তত ভালো। দেশের অবকাঠামোগত উন্নয়নে সিসিসীমা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনুমোদনের ফলে দেশে মোটরসাইকেল বিক্রি বাড়বে। এ খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন