এক রাতেই পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ

  09-12-2023 02:48PM


পিএনএস ডেস্ক: এক রাতের মধ্যেই হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা। বাজারে আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা দরে। এছাড়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকা। যদিও শুক্রবার সকালেও প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১২০-১৩০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০-১২০ টাকায়।

শনিবার রাজধানীর কাওরান বাজারসহ পাড়া মহল্লার দোকানগুলোতেও এই চিত্র দেখা গেছে। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা।

শুক্রবার এক আদেশে, ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ভারত। মূলত দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার এই পদক্ষেপ নেয়।

পিএনএস/আনোয়ার




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন