বদলে গেল মধুমতি ব্যাংকের নাম

  29-01-2024 01:53AM

পিএনএস ডেস্ক : মধুমতি ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘মধুমতি ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুসারে ২৮ জানুয়ারি থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘মধুমতি ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘মধুমতি ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেয়া ক্ষমতাবলে ২৮ জানুয়ারি থেকে দেশের তফসিলভুক্ত ‘মধুমতি ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘মধুমতি ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন