পিএনএস ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ আওয়ামী লীগ ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা ব্যয় করেছে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটি ঘিরে জনসভা, প্রচারণা, পোস্টার ইশতেহার প্রণয়নে এ ব্যয় হয়েছে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচনী ব্যয় জমা দেয়।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
নির্বাচনী ব্যয় জমা দেওয়ার পর এইচ এন আশিকুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ লীগের মোট নির্বাচনী ব্যয় হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৬৩৮ টাকা। আওয়ামী লীগ সম্পূর্ণরূপে দলীয় তহবিল থেকে এই ব্যয় নির্বাহ করেছে।’
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী, দ্বাদশ নির্বাচনে দলগুলোকে নির্বাচনী ব্যয়সীমা বেধে দিয়েছিল ইসি।
সে অনুযায়ী ২০০-এর অধিক প্রার্থী মনোনয়ন দেওয়া দলগুলোর ব্যয়সীমা ছিল সাড়ে চার কোটি টাকা। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছিল ২৬৩ জন। সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল করতে হয়।
এসএস
দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের খরচ পৌনে ৩ কোটি টাকা
01-04-2024 09:20PM