পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালীপনা-(পর্ব-৪) : টাস্কফোর্সের আহবায়কের বিচার করার কেউ কি নেই?

  10-09-2022 04:22PM

পিএনএস (মো: শাহাবুদ্দিন শিকদার) : টাস্কফোর্সের বর্তমান আহবায়ক ৯ মাসের ৪ মাসই ছুটি কাটিয়ে প্রমোদ ভ্রমণ করেছেন। তিনি এমন এক সময় ছুটিতে আছেন যখন জুন ক্লোজিং হেতু টাস্কফোর্স কর্তৃক পোস্ট ওয়ার্ক এস্টিমেট করার প্রয়োজনীয় রয়েছে। তাঁর দীর্ঘ অনুপস্থিতিতে পাউবো’র ঠিকাদার ও প্রকৌশলীরা ব্যাপক বিপাকে ভুগেছে। এতে ২০০৯ সালে কাজী তোফায়েল হোসেনের নেতৃত্বে গড়ে উঠা টাস্কফোর্সের ব্যাপক ইমেজ বিনষ্ট হয়েছে। টাস্কফোর্সের তৎকালীন আহবায়ক কাজী তোফায়েল হোসেন শত প্রতিকূলতা আর প্রতিবন্ধকতা এড়িয়ে অশুদ্ধ পানি উন্নয়ন বোর্ডকে বিশুদ্ধ করেছিলেন। ২০০৯ সালের আগে পাউবো চলতো পিস্তল আর বন্দুকের আইনে। চলতো ব্যাপক ঘুপচি টেন্ডার।কাজের বদলে অপকর্ম হতো বেশী। এক শ্রেণীর ঠিকাদার বন্দুক দিয়ে ভয় দেখাতেন পাউবো’র প্রকৌশলীদের। এমনকি, সেই বন্দুকের ব্যবহারে পাউবো’র একাধিক প্রতিষ্ঠিত ঠিকাদার প্রাণ হারিয়েছিলেন। কিন্তু সব কিছু ছাপিয়ে অত্যন্ত দৃঢ়চেতা ও সৎ মানুষ কাজী তোফায়েল হোসেন সব কিছুকে সামলে নিয়েছিলেন। কিন্তু তারই হাতে গড়া কয়েকজন সাগরেদ এখন টাস্কফোর্সকে কাঠের পুতুলে পরিণত করেছেন। ভর মৌসুমে নিজের দায়িত্ব এড়িয়ে তিনি ইংল্যান্ডের সী বীচে প্রমোদ ভ্রমণ করেছেন। মেতে উঠেছেন জলকেলীতে যা অত্যন্ত, দায়িত্বহীন আচরণ বলে সবাই মনে করছেন। তবে একটি দায়িত্বশীল সূত্রের সাথে আলাপ করে জানা জানা যায়, টাস্কফোর্সের এখন তেমন কোন কাজও নেই। বরং টাস্কফোর্সের নাম ব্যবহার করে এক শ্রেণীর প্রকৌশলী এবং ঠিকাদারগণ নিজেদের পিঠের চামড়া বাঁচাতে তৎপর রয়েছেন। ঐ সূত্রের মতে, টাস্কফোর্সকে পুনরায় কার্যকর করতে টাস্কফোর্সের মনিটরিং বা তদন্তপত্রকে মূল্যায়ন করতে হবে। টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদনের আলোকে মাঝে মাঝে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি, টাস্কফোর্সের আহবায়ক মো: আমিনুল ইসলাম যাতে শুধুমাত্র টাস্কফোর্সের আহ্বায়কের দায়িত্ব যথাযথ ভাবে প্রতিপালন করতে পারে এজন্য তাকে ডিজাইন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব কমাতে হবে। এতে করে টাস্কফোর্সের বর্তমান আহ্বায়ক মো: আমিনুল ইসলাম তাঁর কাজে মনোযোগী হতে পারবেন। পাশাপাশি, টাস্কফোর্সের আহবায়ক মো: আমিনুল ইসলাম যাতে মাঝে মাঝেই লম্বা-চওড়া প্রমোদ ছুটি না নিতে পারে সেদিকে দায়িত্বশীলদের নজরদারী জোরদার করতে হবে।

সূত্র মতে, টাস্কফোর্সের বর্তমান আহবায়ক আমিনুল ইসলাম টাস্কফোর্সের তৎকালীন আহবায়ক কাজী তোফায়েল হোসেনের সরাসরি মুরিদ। তাঁর মধ্যেও কাজী তোফায়েল হোসেনের মতো নির্লোভ এক চরিত্র রয়েছে। কাজ করতে চাইলে তিনিও অত্যন্ত ভাল কাজ করতে সক্ষম বলে পাউবো’র অনেকেই মনে করেন। কিন্তু ঘন ঘন বিদেশ ভ্রমণ এবং ডিজাইন শাখার অতিরিক্ত ভার বহন করতে গিয়ে তিনি তালগোল পাকিয়ে ফেলেছেন। এই ব্যাপারে টাস্কফোর্সের বর্তমান আহবায়ক মো: আমিনুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন