বাসে মিলল দুই কোটি টাকার ইয়াবার উপাদান

  10-12-2023 08:44PM

পিএনএস ডেস্ক: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ভাটিয়ারী বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি ইয়াবা তৈরির উপাদান (অ্যামফিটামিন) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার কুষ্টিয়া থেকে আসা বাস থেকে এই অ্যামফিটামিন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ কোটি টাকা বলে জানা গেছে।

বিজিবি চট্টগ্রাম আট ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, কুষ্টিয়া জেলা থেকে একটি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে মাদক নিয়ে আসার গোপন সংবাদের সূত্র ধরে ভাটিয়ারী এলাকায় যাত্রীবাহী বাসটি থামানো হয়। পরে বাসে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ২ কেজি অ্যামফিটামিন উদ্ধার করা হয়। জব্দ অ্যামফিটামিন মালিককে পাওয়া যায়নি।

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন