বড় দরপতন পুঁজিবাজারে

  22-11-2021 03:42PM


পিএনএস ডেস্ক: বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ১৭৮ পয়েন্ট।

সোমবার শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপে বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের পাশাপাশি কমেছে ব্যাংক খাতের শেয়ারের দামও। আর তাতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম, সূচক ও লেনদেন কমেছে। ফলে চারদিন উত্থানের পর টানা দুদিন পুঁজিবাজারে দরপতন হলো।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে লেনদেন হওয়া ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১০৪টির, কমেছে ২১৬টির, অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ৬৩ পয়েন্ট কমে ৭ হাজার ২২ পয়েন্টে অবস্থান করছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমেছে। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৬ পয়েন্ট।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন