পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হঠাৎ আগুন পুড়ে গেলো একটি চলন্ত মোটরসাইকেল। তবে মোটরসাইকেল চালক ও যাত্রীর কোনো ক্ষতি হয়নি।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে নীলক্ষেত এলাকার দিকে যাচ্ছিলেন। তখন রোকেয়া হলের সামনে থেকে পেছনের চাকায় আগুন দেখতে পান উপস্থিত লোকজন। তারা তাদের মোটরসাইকেল থামাতে বলেন। মানুষের কথা শুনতে পেয়ে মোটরসাইকেল চালক কলাভবনের গেটের সামনে এসে থামান। এতে তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে। তবে মোটরসাইকেলে থাকা দুজনের কিছু হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহবাগ থানার উপপরিদর্শক মো. রাজু মুন্সী বলেন, এটি একটি দুর্ঘটনা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।
মোটরসাইকেলচালক এস.এম জাহিদুজ্জামান সংবাদমাধ্যমে বলেন, গাড়ি চালানোর সময় চাকায় আগুন লেগে যায়। আমরা প্রথমে দেখতে পাইনি। আমাদের গাড়িটি পুরাতন মডেলের ছিল। আজকে অনেকসময় গাড়িটি চালিয়েছি। এজন্য হয়তো আগুন লাগতে পারে।
পিএনএস/আনোয়ার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলন্ত মোটরসাইকেলে আগুন
12-01-2023 08:55AM
