মাইকে বাজানো হলো ইবি উপাচার্যের ফাঁস হওয়া অডিও

  22-02-2023 06:48PM

পিএনএস ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নামে ফাঁস হওয়া কথোপকথন মাইকে বাজিয়ে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতারা। এ সময় উপাচার্যের কার্যালয়েও তালা দেন তারা। এ নিয়ে তৃতীয় দিনের মতো কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা।

আজ বুধবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে অডিও ক্লিপ মাইকে বাজাতে দেখা যায়। এ ছাড়াও তারা উপাচার্যের অপসারণের দাবি সংবলিত ব্যানার নিয়ে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা উপাচার্যের নাম ধরে বিভিন্ন স্লোগান দেন।

পরে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপাচার্যের সাথে আলোচনার আহ্বান জানান। এ ছাড়া মাইকে অডিও বাজালে থানায় পাঠানোর হুমকি দেন। এতে অডিও বাজানো বন্ধ করেন তারা। বিকেলে উপাচার্যের বাসভবনে আলোচনায় বসে চাকরিপ্রত্যাশীদের প্রতিনিধিদল। প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনা চলমান রয়েছে।

গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ পৃথক দুটি ফেসবুক আইডি থেকে পাঁচটি অডিও ক্লিপ ভাইরাল হয়। পরে ‘আল বিদা’ নামের ফেসবুক আইডি থেকে ভিসির আরো একটা অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিওতে চাকরির প্রশ্নের বিষয়ে কথোপকথন, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপাচার্যকে কথা বলতে শোনা যায়।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন