পিএনএস ডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পীরগঞ্জ আদর্শ কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন পরীক্ষার্থী। রোববার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, ফেল করেছেন ওই পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মহসিন হক বাবুল। তিনি জানান, ২০০১ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বর্তমানে তিনিসহ ১৩ জন শিক্ষক রয়েছেন। কয়েক বছর আগেও কলেজটি ভালো ফল করলেও দীর্ঘ প্রায় এক যুগ ধরে এমপিওভুক্ত না হওয়া শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে। এ বছর মানবিক থেকে একজন পরীক্ষার্থী অংশ নেয়। সেও ফেল করেছে।
তিনি আরো বলেন, বর্তমানে কলেজটিতে শিক্ষার্থী রয়েছেন ৫৪ জন।
পিএনএস/এমএইউ
এক কলেজে একজনই পরীক্ষার্থী, তাও ফেল!
27-11-2023 01:57PM
