বুয়েটে রাজনীতি চান না অধ্যাপক আইনুন নিশাত

  01-04-2024 11:12PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকবে কি থাকবে না, এই বিষয়টিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে ২০১৯ সালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপনটি দিয়েছিল বুয়েট কর্তৃপক্ষ, তা স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার দুপুরে এই আদেশ দেন।

এর আগে সকালে ছাত্ররাজনীতির বিপক্ষে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান, ওই অবস্থানের বিরুদ্ধে ছাত্রলীগের তৎপরতা ও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে কথা বলেন বুয়েটের সাবেক শিক্ষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত।

এ বিষয়ে আইনুন নিশাত বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন অধ্যাদেশ করে শিক্ষকদের রাজনীতি ইত্যাদির অনুমতি দেওয়া হয়। কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় ও বুয়েটের জন্য অধ্যাদেশের খসড়া যখন বঙ্গবন্ধুর সামনে উপস্থাপন করা হয়, তখন তিনি বলেছিলেন যে এই দুটো বিশ্ববিদ্যালয় নষ্ট করা চলবে না।

বুয়েটের সাবেক এই শিক্ষকের ভাষ্য, 'খসড়া অর্ডিন্যান্স বঙ্গবন্ধু ফিরিয়ে দিয়েছিলেন। বুয়েটের শিক্ষকরা তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। এই এজেন্ডাতে তিনি দেখা করতে রাজি হননি। তখন শিক্ষকরা কথা বলতেন তৎকালীন শিক্ষামন্ত্রী ইউসুফ আলীর সঙ্গে।'

আইনুন নিশাত বলেন, 'বুয়েটের চরিত্র আলাদা। এটা আলাদাভাবে রিকগনাইজ করতে হবে। এর পড়াশোনার ধরন আলাদা। আমি সেখানে পড়েছি, পড়িয়েছিও। এখানে যারা ঠিকমতো পড়াশোনা করে, তাদের দম ফেলার সময় থাকে না। কাজেই এখানে শিক্ষার্থী ও শিক্ষকদের মতের ভিত্তিতেই বলা হয়েছিল যে আমরা এখানে রাজনীতি চাই না। সেটাকে পরিবর্তন করার কোনো কারণ হয়নি। বিশ্ববিদ্যালয় তো ভালোই চলছে। তাহলে সরকার যে এখানে হস্তক্ষেপ করে গোলমাল করছে সেটা তো ঠিক না।'

যে কথা বলা হচ্ছে যে তারা সব জঙ্গি হয়ে যাচ্ছে—এমন দু-চারটা শিক্ষার্থী সবসময়ই থাকে। তাদের সংখ্যা খুব কম। আছে—অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বলে সবাইকে সেই কাতারে ফেলা যাবে না। তাহলে সরকারের ইন্টেলিজেন্স কী করে? স্পেশাল ব্রাঞ্চ, ডিজিএফআই, এনএসআই কী করে? যে সন্ত্রাসী তাকে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।

এই শিক্ষাবিদ আরও বলেন, 'বুয়েট ভালো চলছে, পড়াশোনা হয়, এর গ্রাজুয়েটদের দেশে-বিদেশে সুনাম আছে। ঢাকা কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে খারাপ, সেটা বলছি না। সেখানে পরীক্ষা পদ্ধতিতে কিছু গোলমাল আছে, ফিক্স প্রশ্ন আছে। বুয়েটে পুরো পদ্ধতিটাই অন্যরকম, পরিবেশ অন্যরকম, চরিত্রটাই ভিন্ন। এটা না বুঝে যদি ইন্টারফেয়ার করা হয় তাহলে সেটা দুঃখজনক ব্যাপার।'

২৫ বছর আগে বুয়েট ছেড়ে আসা আইনুন নিশাতের অভিমত, 'বুয়েটে এক সময় বহু ছেলে তাবলীগ করত। এখন সেটাও কমে গেছে। এটা দৃশ্যমান। ২৫ বছর আগে কয়টা জামায়াতের সমর্থক ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা জানত। সারা বিশ্ববিদ্যালয়ে হয়তো ২৫-৩০ জনের বেশি ছিল না। তাই নিরীহ শিক্ষার্থী; যারা পড়াশোনা ছাড়া অন্যকিছু বোঝে না, তাদের জামাতি নাম দিলে খারাপ প্রতিক্রিয়াই হবে।'

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন