১০ দাবিতে ফ্রান্সে প্রবাসী অধিকার পরিষদের সভা

  25-02-2023 10:31AM



পিএনএস ডেস্ক: রাষ্ট্রীয় খরচে দেশে মরদেহ আনা, প্রবাসীদের ভোটাধিকারসহ প্রবাসী বান্ধব গুরুত্বপূর্ণ দশটি দাবি নিয়ে আলোচনা সভা করেছে প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্স শাখা।

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হলরুমে সংগঠনটির ফ্রান্স শাখার সভাপতি মোহাম্মাদ ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসাইন, ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক শাহিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসানের পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি।

জাতীয় সংগীত ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, AISA - এ্যাসাইলাম এন্ড ইমিগ্র্যান্ট সলিউশন সংস্থা এর পরিচালক উবায়দুল্লাহ কয়েস, ভিল দো প্যারিস ইয়থ কাউন্সিলর এন কে নয়ন, লেখক ও ছড়াকার লোকমান আহমেদ আপন, বাংলা অটো ইকোল পরিচালক হোসাইন সালাম রহমান, বাংলাদেশ ফার্নিচার পরিচালক মিয়া মাসুদ, সমাজকর্মী হেলাল আহমেদসহ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।


পরে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ, জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন