১৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল রোমানিয়া

  25-04-2023 08:07PM

পিএনএস ডেস্ক : ১৪ বাংলাদেশিসহ ২১ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে রোমানিয়া সরকার। দেশটির পশ্চিম রোমানিয়ার আরাদ অভিবাসন পুলিশ এই ডিপোর্ট প্রক্রিয়া বাস্তবায়ন করেছে। ইনফোমাইগ্রেন্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পশ্চিম রোমানিয়ার সীমান্তবর্তী আরাদ কাউন্টি থেকে ২১ ব্যক্তিকে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে। গত শনিবার দেশটির ক্লুজ-নাপোকা বিমানবন্দর থেকে বিশেষ চার্টার বিমানযোগে তাদের ফেরত পাঠানো হয়। অভিবাসীদের মধ্যে ১৪ জন বাংলাদেশি, ৬ জন পাকিস্তানি এবং একজন তুরস্কের নাগরিক। তাদের সকলের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমানযোগে বহিষ্কারের আগে তাদেরকে পুলিশি হেপাজতে রাখা হয়েছিল। অভিবাসীদের মধ্যে ১৯ জন অবৈধভাবে দেশটিতে বসবাস করছিলেন বলে জানিয়েছে আইজিআই। নিজ দেশে ডিপোর্ট ছাড়াও তাদেরকে আগামী পাঁচ বছরের জন্য রোমানিয়া প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন