মাটিচাপা পড়ে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

  03-11-2023 11:22AM



পিএনএস ডেস্ক: মালয়েশিয়ায় সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ১০ মিটার গভীরে মাটিতে চাপা পড়ে তিন বাংলাদেশির শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় একটি সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ। তবে পুলিশ মৃত বাংলাদেশিদের নাম প্রকাশ করেনি।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিন বাংলাদেশি শ্রমিক কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালাসাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপাপড়া মৃত বাংলাদেশিদের উদ্ধারের জন্য খননযন্ত্র ব্যবহার করে মাটি খনন করতে সহায়তা করেন।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকাল ৪টার দিকে তিনজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন