কুয়েতে সড়ক দুর্ঘটনায় ফেনীর আমিরের মৃত্যু

  12-02-2024 02:23AM

পিএনএস ডেস্ক : কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আমির হোসেন (৪২) নামে ফেনীর এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কুয়েতের মিনা আবদুল্লাহ সড়কের ওফরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের মমিনুল হকের বড় ছেলে। পরিবারে এক মেয়ে, এক ছেলে, স্ত্রী ও মা-বাবা রয়েছে।

নিহতের প্রতিবেশী মো. টিপু বলেন, শনিবার কাজ শেষ করে আমিরসহ তিন বাংলাদেশি নাগরিক প্রাইভেটকারে বাসায় ফেরার সময় ওফরা এলাকায় পৌঁছালে তাদের গাড়ির চাকা বিস্ফোরিত হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায় এবং ঘটনাস্থলেই আমিরের মৃত্যু হয়। অন্য ২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে একজন রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে মারা গেছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

মো. টিপু বলেন, রোববার (১১ ফেব্রুয়ারি) আমিরের মৃত্যুর খবর জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমানে তার মরদেহ কুয়েত সিটির ওফরা হাসপাতালের মর্গে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ১৬ বছর আগে কুয়েতে পাড়ি জমান আমির। সেখানে বিদ্যুৎমিস্ত্রির কাজ করতেন তিনি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন