নিউ ইয়র্কের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

  28-04-2024 11:14AM




পিএনএস ডেস্ক: আবারও নিমর্মভাবে হত্যার শিকার হলেন দুই বাংলাদেশি প্রবাসী। এবারের ঘটনাটি নিউ ইয়র্কের বাফেলোতে। শহরের জেনার ইস্ট ফেরিতে তারা দুর্বৃত্তের গুলিতে নিহত হন। নিহত আবু সালেহ মো. ইউসুফ সিলেটের মেজরটিলার বাসিন্দা। আর বাবুলের বাড়ি কুমিল্লায় । শনিবার দুপুর দেড়টায় ঘটনা ঘটলেও পুলিশ রাত ৮টায় তাদের পরিবারকে জানায়। কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন, দুপুরে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়লেও রাতে তা অস্বীকার করা হয়। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, হত্যার শিকার দুজন তাদের নিজেদের বাসার কন্সট্রাকশনের কাজ দেখতে যাওয়ার পর ভিতর থেকে গুলি করে হত্যা করা হয়। তারা দুজনই কিছুদিন আগে বাফেলোতে মুভ করেছিলেন বলে জানা গেছে।

মর্মান্তিক এই হত্যার খবর ছড়িয়ে পড়লে বাফেলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। উত্তেজনা দেখা দেয়। শোকসন্তপ্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়ে তারা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান।

রবিবার দুপুরে স্থানীয় বাফেলো মুসলিম সেন্টারে গণজামায়েতে কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হবে।

জালালাবাদ এসোসিয়েশন অফ বাফেলো, ইউএসএ ইনকের দায়িত্বশীল, বিশিষ্ট কমিউনিটি সংগঠক মোস্তাফিজুর রহমান মুরাদ জানান, দুই বাংলাদেশি হত্যার ঘটনার খবরে তারা স্তব্ধ হয়ে গেছেন। বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধভাবে পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে। নির্মম ঘটনার প্রতিবাদ, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সবাই মিলে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

এদিকে গত কয়েকমাস যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছেন । কেউ পুলিশের হাতে, কেউবা দূর্বৃত্তদের হাতে ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন