পিএনএস ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাকিব খানকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন নায়িকা বুবলী। সোমবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এই রহস্যের জট খোলেন ‘বসগিরি’ নায়িকা।
এদিন বিকেল সাড়ে পাঁচটায় বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তিনটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন।
বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। যে সন্তানের ছবি ও নাম কদিন আগেই জানিয়েছেন শাকিব ও বুবলী। দুজনের পুত্রসন্তানের নাম শেহজাদ খান বীর।
বুবলী জানিয়ে দেন, পোস্ট করা স্থিরচিত্রগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে তোলা। সবার কাছে দোয়াও চেয়েছেন শবনম বুবলী।সন্তানের খবর প্রকাশ্যে আনার চারদিনের মাথায় শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের ঘোষণায় সরগরম সামাজিকমাধ্যম।
পিএনএস/এএ
বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালো বুবলী
03-10-2022 06:16PM