সিনেমাতে কাজ করা মাটি কাটার মতো পরিশ্রমের কাজ: অধরা

  02-06-2023 09:54PM

পিএনএস ডেস্ক : সিনেমাতে কাজ করা মাটি কাটার মতোই পরিশ্রমের কাজ বলে মন্তব্য করেছেন বর্তমান সময়ের চিত্রনায়িকা অধরা খান। বৃহস্পতিবার সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’ সিনেমার প্রিমিয়ার শো’তে হাজির হয়ে এই মন্তব্য করেন তিনি।

অধরা বলেন, ‘সিনেমাতে কাজ করা এতো বেশি পরিশ্রম, ঠিক মাটি কাটলে মানুষের যেরকম পরিশ্রম হয়, সিনেমার কাজটাও কিন্তু সেরকম। সকাল ৬টায় যদি শুটিং কল থাকে, তাহলে আমাদের উঠতে হয় ভোর ৪টায়। আমরা চাইলেও ৯টা-৫টা পর্যন্ত কাজ করতে পারি না। টানা ১২ থেকে ১৮ ঘণ্টার মতো কাজ করতে হয়।’

২০২০ সালের অক্টোবরে শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। সেসময় করোনার কারণে ছিলো নানা অনিশ্চয়তা। এরকম কঠিন সময়ে কীভাবে সিনেমার শুটিং করেছেন, ছবিটি মুক্তির দিনে সে অভিজ্ঞতাও শেয়ার করেছেন অধরা।

নায়িকা বলেন, ‘তখন সারা বিশ্ব করোনার কারণে প্রায় অচল। মানুষ ভয়ে বাসা থেকেই বের হচ্ছিলো না। সেই সময়ে এই ছবির কাজ করা অনেক বেশী চ্যালেঞ্জিং ছিলো। কারণ করোনার মধ্যে এরকম একটা ক্রাউডেড ফিল্ম করা সহজ কথা ছিলো না। সবকিছু অ্যারেঞ্জ করে কাজটি করতে হয়েছে। সেই সময়ে দিনে ১৮ থেকে ২০ ঘণ্টার মতো শুটিং করেছি। করোনার কারণে আমাদের খুব তাড়াহুড়ো ছিলো। সবার তাড়া ছিলো, কম সময়ের ভেতরে যেভাবেই হোক কাজটি শেষ করতে হবে!’

সিনোমটি মুক্তির দিনে নায়িকা বলেন, ‘কষ্ট করলে যে সেটার ফল পাওয়া যায়, ‘সুলতানপুর’ তার বড় উদাহরণ। প্রথম দিনে মানুষের রিয়েকশনে অন্তত এমনটাই হলো।’

শুক্রবার দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘সুলতানপুর’।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন