পিএনএস ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়ক ওমর সানী। সমকালীন প্রায় সব বিষয় নিয়েই কথা বলেন ঢাকাই সিনেমার এই অভিনেতা। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলেছেন।
নিজের ফেসবুক পোস্টে ওমর সানী লিখেন, 'সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব, আর পারছি না রাষ্ট্র।'
পিএনএস/ এসএস
সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার।: ওমর সানী
17-09-2023 04:43PM
