পিএনএস ডেস্ক: এ সময়ের অভিনেতাদের মধ্যে নিজের অবস্থান পোক্ত করে বেশ স্বাচ্ছন্দ্যেই আছেন নিলয় আলমগীর। সম্প্রতি এ অভিনেতা সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিকে বিয়ে করেছেন। শুধু তাই নয়, বিয়ে করে তিনি হিমির বাড়িতেই উঠেছেন। সেখানে থাকছেন ঘরজামাই হিসাবে। তবে এসব ঘটনা বাস্তবে ঘটেনি।
তাদের অভিনীত নতুন একটি নাটকে এমনটি দেখা যাবে। নিলয় ও হিমি জুটি বেঁধে একাধিক নাটকে অভিনয় করেছেন। তাদের জুটির জনপ্রিয়তাও রয়েছে। বিশেষ করে কমেডি ঘরানার নাটকের জুটি হিসাবে তাদের চাহিদা অন্য রকম।
ঠিক এ রকম একটি নাটকে সম্প্রতি তারা একসঙ্গে অভিনয় করেছেন। নাম ‘হাউস হাসব্যান্ড’। পরিচালনা করেছেন হাসিব হোসেন রাখি।
এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘হিমির সঙ্গে কাজের বোঝাপড়াটা এক কথায় দারুণ। জুটি হিসাবে দর্শক আমাদের পছন্দ করেন, এ কারণে দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
হিমি বলেন, ‘এ নাটকটির গল্প বেশ আবেগী। নিলয় ভাইয়ের সঙ্গে কাজের বোঝাপাড়াটা এখন এক কথায় শতভাগ ঠিকঠাক। নাটকটি নিয়ে আমি আশাবাদী।’
পিএনএস/এমএইউ
এবার হিমিকে বিয়ে করে ঘরজামাই হলেন নিলয়!
08-12-2023 12:23PM