‘মরণোত্তর দেহদান’ নিয়ে যা বললেন স্পর্শিয়া

  09-12-2023 03:39PM


পিএনএস ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া তাঁর জন্মদিনে ‘মরণোত্তর দেহদান’ করার ঘোষণা দিয়েছেন। এক সপ্তাহ আগেই অভিনেত্রী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন আজকে। বিষয়টি জানিয়ে স্পর্শিয়া বলেন, ‘এটা এক সপ্তাহ আগেই করা হয়ে গেছে।

ঘোষণাটা দেওয়া হলো আজ।’

এই আগ্রহের কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি আসলে নিজেকে কাজে লাগাতে চাই। জন্ম নিলাম, বাঁচলাম, মরে চলে গেলাম- এটি আমি চাই না। আমি নিজেকে ব্যবহার করতে চাই।

আমার বেঁচে থাকার জন্য কারণ দরকার, আমি আসলে কেন জন্ম নিয়েছি, কেন বেঁচে আছি, আমার মৃত্যু কি শুধুই একটা মৃত্যু হবে? এসব চিন্তা থেকেই সিদ্ধান্ত নেয়া। আমি মৃত্যুর পরেও কারো উপকারে আসতে চাই। বেঁচে থেকে মানুষের কতোটুকু উপকারে আসতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি মারা যাওয়ার পরে যেন কারো উপকারে আসতে পারি।’

কারো অনুপ্রেরণায় এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘না আমার নিজের ভাবনা থেকেই।

কারো অনুপ্রেরণায় নয়, তবে কোথাও আমি অবশ্যই শুনেছি, এ বিষয়ে তথ্য পেয়েছি। সেই জায়গা থেকে মনে হয়েছে আমি নিজেকে মৃত্যুর পরেও কাজে লাগাতে পারি৷ আমার এই চিন্তা আরও অনেক বছর আগে থেকেই৷ তবে যতটুকু মনে আছে একটি ওয়েব সিরিজে আমি এমন কিছু দেখেছিলাম। সেটা দেখে আরও অনুপ্রাণিত হয়েছিলাম৷ তখনই আমার মনে হয়েছিল এটা করি। আমার গত বছরের জন্মদিনে এটা করতে চেয়েছিলাম। কিন্তু আমার কাছে প্রয়োজনীয় তথ্য ও গবেষণা ছিল না।

গত এক বছর ধরে যতটুকু সম্ভব ধর্মীয় জ্ঞান নেওয়া, গবেষণা করা, বাংলাদেশের আইনে এটার নিয়ম কানুন বিষয়ে জেনেছি। তারপরই সিদ্ধান্ত চুড়ান্ত করেছি।’

পরিবার থেকেও অনুমতি নিয়েই করেছেন জানিয়ে স্পর্শিয়া বলেন, ‘আমার আম্মুর ধর্মীয় জায়গা থেকে একটু প্রশ্ন ছিল, তারপর ধর্মীয় জায়গা থেকে যখন তাকে পুরো বিষয়টি জানালাম, এটা করলে পাপ হয় না। তারপর তার অনুমতি নিয়েই এটা করেছি।’


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন