পিএনএস ডেস্ক: অনামিকা ঐশী। টিকটক করে পেয়েছিলেন পরিচিতি। পরে আলোচনায় আসেন ‘বদমাইশ পোলাপাইন’ ওয়েব সিরিজে অভিনয় করে। এরপর বেশ কিছু নাটকে কাজ করলেও তাকে আর সেভাবে ছোট পর্দায় পাওয়া যায়নি। সম্প্রতি আবারও তিনি আলোচনায়। জানা গেছে, ভাঙনের মুখে সংসার।
দেশের একটি গণমাধ্যমকে এ বিষয়ে ঐশী বলেন, আমরা এখনই এই নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না। ও চাচ্ছে না, আমিও চাচ্ছি না। আমাদের এখনো ডিভোর্স হয়নি। আমরা দুজনই সেপারেশনে আছি। ও ক্লিয়ার করে বলতে পারছে না কী করবে, আমিও পারছি না। এটা দুজনের সিদ্ধান্তের বিষয়।
তিনি আরও বলেন, আসলে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। ওর কিছু জিনিস আমার ভালো লাগেনি। তাই আমি চলে আসছি।
ঐশী বলেন, আমাদেরকে নিয়ে অনলাইনে খুব ট্রল হচ্ছে। এটা খুবই স্বাভাবিক। কারণ, আমরা প্রায় এক বছরের মতো একসঙ্গে ছিলাম, পাবলিকলি। এখন মানুষ একসঙ্গে দেখছে না। তাই ট্রল করছে, করবেই। তারা আসলে আমাদেরকে আবার একসঙ্গে দেখতে চায়। কিংবা জানতে চায় আসলে কী হয়েছে আমাদের মধ্যে।
প্রসঙ্গত, গায়ক আলভীকে ভালোবেসে বিয়ে করেন ঐশী। শুরু করেন সংসারও। কিন্তু কিছুদিন না যেতেই ভালোবাসার মানুষটির অনেক কিছুই মেনে নিতে পারছিলেন না তিনি। তাই শুরু করেন আলাদা থাকা। এখনও আছেন সেভাবেই।
পিএনএস/এএ
বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঐশী
24-04-2024 06:44PM