ন্যাড়া হওয়া ভালো না মন্দ!

  04-01-2023 05:33PM

পিএনএস ডেস্ক : বাচ্চার চুল পাতলা হয়েছে, তাই ঘন করতে বার বার চুল ফেলে দিচ্ছেন। কিন্তু জানেন কি এর ফলে আপনার বাচ্চার ক্ষতি হচ্ছে কি না, বা আদৌ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কি না।

চুল ফেলে দিলেই যে চুল ঘন হবে, তেমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। চুল গজায় ফলিক্‌ল থেকে। তা মাথার তালুর কয়েক মিলিমিটার নিচে থাকে। মাথার চুল কামানোয় ফলিক্‌লে কোনও ভাবেই প্রভাব পড়ে না। ত্বকের বাইরে যে অংশটি থাকে, সেটাই শুধু কামানো হয়। ফলে ন্যাড়া হওয়ার পরে চুলের ঘনত্বে কোনো বদল আসে না।

তবে চুল ফেলে দেওয়ার কি একেবারেই কোনও সুবিধা নেই, বিষয়টা তাও না। এর দুটি সুবিধা আছে। প্রথমত, যাদের চুলের গোড়া দুর্বল, তাদের চুল বেশি লম্বা হয়ে গেলে বেশি মাত্রায় পরে যায়। চুল ফেলে দিলে তার পরিমাণ কমে।

আর দ্বিতীয়ত, মাথার ত্বকে অনেক সময়ে ছত্রাক বা নানা ব্যাক্টেরিয়া সংক্রমণ ঘটায়, তার ফলে চুল পড়ে যায়। চুল ফেলে দিলে সেই সংক্রমণের হার কমে।

তার মানে ন্যাড়া হলে চুল ঘন হবে, এই ধারণা ভুল। কিন্তু ন্যাড়া হলে চুল পড়ার হার কমবে অনেকের বেলায় এ কথা সত্যি।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন