পিএনএস ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৬ জনের।
অপরদিকে করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে পাঁচ দশমিক ২৫ শতাংশ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ছয় হাজার ১৫৭ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ২৯৪টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ২৯৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৯১০টি।
পিএনএস/শাওন
করোনায় ৬৮ শনাক্তের দিনে সুস্থ ২৯
25-05-2023 11:57PM
