লেবাননে বিয়ের অনুষ্ঠানে হিজবুল্লাহ সদস্যকে হত্যা

  01-08-2021 11:49AM


পিএনএস ডেস্ক: লেবাননের সশস্ত্র-রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানী বৈরুতের দক্ষিণে জিয়া শহরে এক বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের সময় আলী শিবলি নামের এই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়।

লেবাবনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, আততায়ীর গুলিতে অপর একজন আহত হয়েছেন। লেবাননের সামরিক বাহিনী ঘটনাস্থল নিরাপত্তা বেষ্টনে আবদ্ধ করেছে এবং হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, পিস্তল হাতে এক ব্যক্তি দৌড়ে শিবলির কাছে গিয়ে তাকে কয়েক দফা গুলি করে। গুলি শেষে আবার আততায়ী দৌড়ে পালিয়ে যায়।

প্রাথমিকভাবে জানা যায়, গত বছর আগস্টে খালদা শহরে স্থানীয় সুন্নি ও শিয়া আরবদের মধ্যে এক সংঘর্ষের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ওই সংঘর্ষে এক সুন্নি আরব শিশু ও অপর এক ব্যক্তি নিহত হয়। সূত্র : জেরুসালেম পোস্ট

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন