ওয়াটার পার্কের পানিতে মল! পেটের সমস্যায় আক্রান্ত ২৭

  10-08-2022 07:29PM



পিএনএস ডেস্ক : ওয়াটার পার্কে জলকেলি করার পরই বিভিন্ন ধরনের পেটের সমস্যায় আক্রান্ত হন দুই ডজনেরও বেশি মানুষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের একটি ‘ওয়াইল্ড লাইফ থিম পার্কে’ ঘটেছে এ ঘটনা।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ওই পার্কের জলে কোনও ভাবে মিশে যায় মল। আর তা থেকেই ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের জীবাণু।

সিডিসি জানিয়েছে, শিগেলা নামক একটি ব্যাক্টেরিয়া ও নোরো ভাইরাস নামক একটি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ওই পার্কে ঘুরতে যাওয়া অন্তত ২৭ জন ব্যক্তি। ডায়েরিয়া, জ্বর, পেটে ব্যথা, বমি ও বার বার মলত্যাগের বেগের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তিন জনকে।

আক্রান্তদের মধ্যে ২১ জনের বয়স ১৫-এর কম।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই দুই ধরনের জীবাণুই ছড়ায় মলের মাধ্যমে। তাই কেউ যদি ওয়াটার পার্কের জলে মল-মূত্র ত্যাগ করেন তবে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। তাই এই ধরনের পার্কে খেলাধুলোয় মত্ত হলেও খেয়াল রাখতে হবে যেন জল মুখে না যায়। সূত্র: নিউইয়র্ক টাইমস, আনন্দবাজার

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন