খারকিভে রুশ হামলায় কমপক্ষে নিহত ৬ : গর্ভনর

  18-08-2022 11:38AM


পিএনএস ডেস্ক : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি ফ্ল্যাটে রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গর্ভনর। হামলার পরে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রুশ বাহিনীর হামলায় ওই ফ্ল্যাটের একটি ব্লক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘আমরা ক্ষমা করব না, আমরা প্রতিশোধ নেব।’

খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে বলেন, অভিযানের ফলে উত্তর-পূর্ব শহরের বিল্ডিংয়ে আগুন লেগে যায়। যুদ্ধের প্রথম দিকে খারকিভ রাশিয়ার লক্ষ্যবস্তু ছিল, কিন্তু রুশ সেনারা শহরটি এখনো দখল করতে সক্ষম হয়নি। যদিও মস্কো এখন তার সামরিক ফোকাস ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে স্থানান্তরিত করেছে, খারকিভ শহরে রুশ বাহিনী আকাশ থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছে। সূত্র : আল-জাজিরা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন