ব্যালাস্টিক মিসাইল ছুড়ল উ. কোরিয়া

  25-09-2022 07:50PM

পিএনএস ডেস্ক : নিজেদের পূর্ব উপকূলে রোববার একটি ব্যালাস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া।

বিমানবাহী রণতরী নিয়ে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া এবং সেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সফরের কথা রয়েছে। এর ঠিক আগে ব্যালাস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া।

এ বছরে যা তাদের ২২তম মিসাইল ছোড়ার ঘটনা।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি সিঙ্গেল, স্বল্প পাল্লার ব্যালাস্টিক মিসাইল। উত্তর পিয়ংইয়ংয়ের তাকোন এলাকা থেকে স্থানীয় সময় সকাল ৭টায় ছোড়া হয়। এটি ৬০ কিলোমিটার উপর দিয়ে ৬০০ কিলোমিটার দূরে গিয়ে পরে।

এদিকে এ মিসাইল ছোড়ার পর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, উত্তর কোরিয়ার মিসাইল ছোড়ার বিষয়টি সুস্পষ্ট উস্কানি। যে কোনো সময় তাদের উস্কানির জবাব দিতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া।

জাপানের পক্ষ থেকে জানানো হয় মিসাইলটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটু দূরে গিয়ে পরেছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন