ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বললেন, রাশিয়া ‘প্যারিয়াহ’ স্টেটে পরিণত হচ্ছে

  15-11-2022 10:56AM


পিএনএস ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, রাশিয়া প্যারিয়াহ স্টেটে (জাতিচ্যুত রাষ্ট্র) পরিণত হচ্ছে। জি-২০ সম্মেলনে ইন্দোনেশিয়ার বালিতে যাওয়ার সময় সোমবার সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রী বলেন, জানানো হয়েছে ভ্লাদিমির পুতিন জি-২০ সম্মেলনে অংশ নিবেন না। পুতিন ইউক্রেনে যা করছেন তার দায়িত্ব নিবেন না। এ কারণে তিনি জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন না। এ সময় তিনি বলেন, রাশিয়া প্যারিয়াহ স্টেটে পরিণত হচ্ছে।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালি শহরে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে পুতিন থাকবেন না রাশিয়া আগেই তা জানিয়ে দিয়েছে। পুতিনের পরিবর্তে সম্মেলনে থাকছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

ঋষি সুনাককে সাংবাদিকরা প্রশ্ন করেন, বালিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তিনি কিভাবে মিথস্ক্রিয়া (ইন্টারঅ্যাক্ট) করবেন। জবাবে ঋষি সুনাক বলেন ‘ঘৃণ্য এবং অন্যায্য ’ যুদ্ধের নিন্দা জানাবেন। সূত্র: সিএনএন

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন