সিরিয়ার সঙ্গে সম্পর্কের সম্ভাবনার কথা বলে ভাঁওতাবাজি করছে তুরস্ক: বাসিনা শাবান

  27-11-2022 09:01AM





পিএনএস ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বাসিনা শাবান বলেছেন, সিরিয়ার সঙ্গে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার কাছাকাছি পৌঁছার যে দাবি তুর্কি কর্মকর্তাদের পক্ষ থেকে করা হচ্ছে তা প্রতারণা।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঙ্কারা ও দামেস্কের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ বিষয়ে বাসিনা শাবান বলেছেন, এসব বক্তব্য কেবলি গণমাধ্যমের খোরাক। বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেছেন, গত কয়েক মাস ধরে তুর্কি প্রেসিডেন্টসহ সেদেশের কর্মকর্তারা বিশেষ কারণে এ ধরণের বক্তব্য দিচ্ছেন। হতে পারে এগুলো নির্বাচনী বক্তব্য, আবার কোনো পক্ষকে চাপে ফেলতেও এসব কথা বলা হতে পারে।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, রাজনীতিতে চীরস্থায়ী হিংসা-বিদ্বেষের স্থান নেই। উপযুক্ত সময়ে সিরিয়ার সঙ্গে সম্প্রীতির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

এরপর থেকেই সিরিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা এবং দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বিশেষ উপদেষ্টা কার্যত এ ধরণের সম্ভাবনাকে ভাঁওতাবাজি বলে মন্তব্য করলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন