কম দামে তেল ও পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেবে রাশিয়া, দাবি পাকিস্তানের

  06-12-2022 10:32AM





পিএনএস ডেস্ক: সম্প্রতি রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল পাকিস্তানের অর্থনীতি। এর মধ্যেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যা গোটা বিশ্বের ন্যায় প্রভাব ফেলে পাকিস্তানের জ্বালানি তেল আমদানিতেও। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিল পাকিস্তান সরকার। ভারতের মতো এবার রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল দেশটি।

পাকিস্তানের জ্বালানিবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, পাকিস্তানের কাছে ডিসকাউন্ট তথা ছাড়মূল্যে অপরিশোধিত তেল, পেট্রল ও ডিজেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

জ্বালানি তেল ও গ্যাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন মুসাদিক মালিক। ফিরে এসে সোমবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

মুসাদিক মালিক বলেন, “রাশিয়া সফর থেকে আমরা প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেয়েছি। রাশিয়া ছাড়মূল্যে অপরিশোধিত তেল দিতে রাজি হয়েছে। তারা কম দামে আমাদের পেট্রল ও ডিজেলও দেবে।”

শুধু তাই নয়, পাকিস্তানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করতে রাশিয়া আগ্রহী বলেও জানান মুসাদিক মালিক। তিনি বলেন, এ লক্ষ্যে দুটি পাইপলাইন প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর একটি হলো ‘পাকিস্তান স্ট্রিম’। এছাড়া রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে দেশটির কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। সূত্র: ডন নিউজ


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন