পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, শনিবার পূর্ব উপকূলে সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন গুলি করার মিশন সফল হয়েছে। পেন্টাগনকে তিনি এটি নিরাপদে ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন বলেও জানান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বুধবার যখন আমাকে বেলুন সম্পর্কে ব্রিফ করা হয়, আমি পেন্টাগনকে তখন যত তাড়াতাড়ি সম্ভব এটিকে গুলি করার নির্দেশ দিয়েছিলাম।
ম্যারিল্যান্ডের হ্যাগারসটাউনে সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছিল, ভূমিতে কারও ক্ষতি না করেই এটি করার। সর্বোত্তম সময় ছিল যখন এটি জলের ওপর ১২ মাইল সীমার মধ্যে অবস্থান করছিল।
বাইডেন বলেন, তারা সফলভাবে এটি নামিয়েছে এবং আমি আমাদের বিমানচালকদের প্রশংসা করতে চাই।
বেলুন নামানোর সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা দলের সুপারিশ ছিল কিনা জানতে চাইলে বাইডেন পুনর্ব্যক্ত করেন, ‘আমিই তাদের গুলি করতে বলেছিলাম। তারা আমাকে বলেছিল, তাহলে সবচেয়ে নিরাপদ জায়গার জন্য অপেক্ষা করি।’
পিএনএস/আনোয়ার
চীনের বেলুন ভূপাতিতের পর যা বললেন প্রেসিডেন্ট বাইডেন
05-02-2023 08:47AM
