তুরস্কে আটটি আফটারশক, সিরিয়ায় নিহত ৪২

  06-02-2023 11:41AM


পিএনএস ডেস্ক: তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে।

সিএনএনের সাংবাদিক এয়াদ কৌরদি এ তথ্য জানিয়েছেন। তিনি গাজিয়ানতেপ শহরে বসবাস করেন।

সাংবাদিক এয়াদ বলেন, ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর খুবই শক্তিশালী আটটি আফটার শক হয়। এতে তার ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র মাটিতে পড়ে যায়। তিনি আরও জানান, ভূমিকম্পের পরপরই তার আশপাশের বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নেন।

আবহাওবিদদের বক্তব্য, শক্তিশালী ভূমিকম্পের পর কয়েক ঘণ্টা এমনকি কয়েকদিন পর পর্যন্তও আফটারশক হতে পারে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলেপ্পো প্রদেশে অন্তত ৪২ জন নিহত হয়েছে। সানার খবর অনুসারে, অন্তত ২০০ মানুষ আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন