পিএনএস ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আজ মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন।
গতকাল সোমবার ভোর রাতে ৭.৮ মাত্রার এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের ১০টি প্রদেশ।
এরদোগান জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব তুরস্কে সংঘটিত হওয়া এ ভূমিকম্পে এ পর্যন্ত নিহত হয়েছে ৩ হাজার ৫৪৯ জন।
এদিকে, একই ভূমিকম্পের আঘাতে পার্শ্ববর্তী সিরিয়ায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানকার প্রাণহানি মিলে দুই দেশে ৫ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে।
পিএনএস/এমবিবি
তুরস্কে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা এরদোগানের
07-02-2023 08:43PM
