হত্যার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে আরও তিন মামলা

  17-03-2023 05:11PM

পিএনএস ডেস্ক : ইমরান খানের বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। সন্ত্রাস এবং হত্যার অভিযোগ তুলে মামলাগুলো করেছে ইসলামবাদ পুলিশ। ইমরানসহ ৪০০ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এই মামলা।

ইমরানের পার্টি তেহরিক-এ ইনসাফের সভা ঘিরে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের সংঘর্ষ হয়। তখনই পিটিআইয়ের আলি বিলাল নামের এক সদস্যের মৃত্যু হয়। ইমরানপন্থীদের দাবি পুলিশি অত্যাচারে আলির মৃত্যু হয়েছে। এদিকে, সেদিনের সংঘাত ঘিরে ১০০ জন পিটিআই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইসলামাবাদ পুলিশের কাছে দায়ের হওয়া এফআইআর থেকে দেখা যাচ্ছে, ৬ জন পাকিস্তান-তেহরিক-এ-ইনসাফ পার্টি কর্মী আহত হয়েছেন সংঘর্ষে। ঘটনায় পার্টির নেতা ফাওয়াদ চৌধুরী, ফারপক আজিজ, হাম্মাদ আজহারের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে।

এদিকে সেদিনের সভায় পুলিশি নির্যাতনের বিরুদ্ধে গর্জে ওঠেন ইমরান। তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় পুলিশি সহিংসতার একাধিক ভিডিও পোস্ট করতে থাকেন। তারপরই উঠে আসে প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর মামলার খবর।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন