পিএনএস ডেস্ক : রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে পাঠানো সকল যুদ্ধবিমান ধ্বংস করা হবে। ইউক্রেনকে ন্যাটো সদস্য পোল্যান্ড ও স্লোভাকিয়া মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা করার প্রেক্ষাপটে রাশিয়া এই হুমকি দিলো।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের বলেন, বিশেষ সামরিক অভিযানের ধারাবাহিকতায় এই সরঞ্জামের সবকিছুই ধ্বংসের লক্ষ্যবস্তু হবে।
তিনি বলেন, মনে হচ্ছে, এসব দেশের সবাই পুরনো অপ্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর কাজে ব্যস্ত রয়েছে।
মস্কো এর আগে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে সরাসরি অংশগ্রহণের জন্য পাশ্চাত্যকে অভিযুক্ত করেছিল। এছাড়া মস্কো বলেছিল, ন্যাটোর অস্ত্র তার বাহিনীর বৈধ টার্গেট হবে।
পিএনএস/এমবিবি
কিয়েভে পাঠানো সব যুদ্ধবিমান ধ্বংস করার হুমকি
17-03-2023 08:25PM
