পিএনএস ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনে তল্লাশির জন্য গিয়েছিল পাঞ্জাব পুলিশের একটি দল। তবে এই দলটি খালি হাতে ফিরে এসেছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মূখ্য নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান এই তথ্য জানিয়েছেন।
ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘আমার বিশ্বাস তারা বুঝেছে, এখানে (ইমরান খানের বাসায়) কিছুই নেই। অভিযানে তারা কেবল পানি ও বিস্কুট পেয়েছে।’
ইমরান খানের নিরাপত্তায় নিয়োজিত এই কর্মকর্তা পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আপনাদের সামনে বাড়ির দরজা খুলে দিয়েছিলাম। এখন আপনারা তাদের জিজ্ঞাসা করুন, তারা কী পেয়েছে।’
উল্লেখ্য, পাঞ্জাব সরকার গত বুধবার থেকে অভিযোগ করছিল, ইমরান খানের বাসায় ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী লুকিয়ে আছে।
এদিকে এক টুইট বার্তায় পিটিআই বলেছে, যারা গ্রেফতারি পরোয়ানা নিয়ে পার্টির চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসভবনে গিয়েছিলেন তারা সম্পূর্ণ সন্তুষ্ট।
‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি, তাই তাদের পূর্ণ সহযোগিতা করা হয়েছে’ টুইটে বলা হয়। সূত্র: ডন
পিএনএস/শাওন
ইমরান খানের বাসভবনে অভিযানে যা পেল পুলিশ
19-05-2023 08:23PM
