পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চলমান অস্থিরতায় বড় অংকের ধাক্কা খেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী বেহনা আহনোঁ। একদিনে হাজার কোটি ডলার হারিয়েছেন তিনি। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড এলভিএমএইচের প্রতিষ্ঠাতা আহনোঁ, যার মালিকানায় রয়েছে লুই ভিতোঁ, ক্রিস্টিয়ান ডিওরের মতো পণ্য। গত মঙ্গলবার প্যারিসের পুঁজিবাজারে এলভিএমএইচের শেয়ারদর পতন হয়েছে ৫ শতাংশ। এতে ইউরোপের বিলাসী পণ্য জায়ান্টটি ৩ হাজার কোটি ডলার বাজার মূলধন খুইয়েছে। এতে আহনোঁর ব্যক্তিগত সম্পদেও বড় অংকের পতন হয়। ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে বিশ্বের শীর্ষ ধনীর ব্যক্তিগত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ২০০ কোটি ডলার। একদিনের ব্যবধানে তার সম্পদ কমেছে ১ হাজার ১২০ কোটি ডলার। উল্লেখ্য, ২০২৩ সালে আহনোঁর সম্পদ বেড়েছিল ২ হাজার ৯৫০ কোটি ডলার।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলোন মাস্কের সঙ্গে আহনোঁর সম্পদের ব্যবধান দাঁড়িয়েছে ১ হাজার ২০০ কোটি ডলার।
পিএনএস/আনোয়ার
একদিনে হাজার কোটি ডলার হারিয়েছেন বেহনা আহনোঁ
26-05-2023 10:39AM
