জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

  26-05-2023 05:48PM

পিএনএস ডেস্ক : জাপানের রাজধানী টোকিওর পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্পটি অনুভূত হয় বলে জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের চিবা অঞ্চলের কাছে প্রশান্ত মহাসাগরে, ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কারণে টোকিরও সুউচ্চ ভবনগুলো কেঁপে ওঠে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গত তিন সপ্তাহ আগে জাপানের ইশিকাওয়া অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন