পাল্টা ব্যবস্থা, রাশিয়ার ৫ কনস্যুলেটের মধ্যে ৪টি বন্ধ করে দিল জার্মানি

  01-06-2023 11:29AM


পিএনএস ডেস্ক: জার্মানিতে রাশিয়ার পাঁচটি কনস্যুলেটের মধ্যে চারটিই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্লিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও জার্মানির সম্পর্কে যখন তীব্র টানাপড়েন চলছে তখন এ পদক্ষেপ নিয়ে সে উত্তেজনা আরও বাড়িয়ে দিল জার্মানি।

বুধবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা দেশটির মাটিতে রাশিয়ার কনস্যুলেটের সংখ্যা ব্যাপক মাত্রায় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ওই মন্ত্রণালয় ক্রেমলিনকে বলেছে, তারা যেন নভেম্বরের মধ্যে জার্মানির পাঁচটি কনস্যুলেটের মধ্যে চারটি বন্ধ করে দেয়।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফার বার্গার বলেন, কনস্যুলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

তিনি বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ায় ৩৫০ জনের বেশি জার্মান সরকারি চাকরিজীবী অবস্থান করতে পারবে না বলে মস্কো বিধিনিষেধ আরোপ করার পর রুশ কনস্যুলেট বন্ধ করার এ সিদ্ধান্ত এল। জার্মান মুখপাত্র দাবি করেন, রাশিয়া জার্মানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চলমান উত্তেজনা শুরু করেছে। সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে, মস্কো টাইমস

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন