রাশিয়ার বেলগরোদে ইউক্রেনের হামলায় নিহত ২

  03-06-2023 12:56AM

পিএনএস ডেস্ক : ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার শহর বেলগরোদে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন।

শুক্রবার (২ জুন) বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে তার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইউক্রেনের উত্তর খারকিভ অঞ্চল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মাসলোভা প্রিস্তান শহরের রাস্তার একটি অংশে ইউক্রেনীয় বাহিনীর ছোঁড়া গোলা এসে পড়ে। একটি গোলা গাড়িতে আঘাত হানলে দুই নারী ঘটনাস্থলেই মারা যান।

বেলগরোদের উত্তরে ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, হামলায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে প্রতিবেশী কুরস্ক অঞ্চলের প্রধান বলেছেন, রাতারাতি ড্রোন হামলায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে শুক্রবার (২ জুন) ইউক্রেন বাহিনী দাবি করেছে, রাতভর রাজধানীজুড়ে ৩৬টি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। ভূপাতিত হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুজন আহত হয়েছেন।

পরে অবশ্য কর্তৃপক্ষ দেশের অধিকাংশ স্থানেই সতর্কতা জারি করে। তবে এর আগেই দুজনের আহত হওয়ার ঘটনা ঘটে যায়

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন