মিসর সীমান্তে গুলিতে নিহত তিন ইসরায়েলি সেনা

  03-06-2023 09:39PM

পিএনএস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ মিসরের সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরো কয়েকজন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

তারা জানিয়েছে, শনিবার (৩ জুন) সকালে গুলিতে একজন পুরুষ এবং এবং নারী সেনা নিহত হন। পরে সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়।

ওই সময় সার্চ অপারেশন চালানোর সময় গুলিতে আরেক সেনা নিহত হন। সীমান্তে মাদক চোরাচালানের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার পরই এ ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রিচার্ড হেকট জানিয়েছেন, অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে চার লাখ ডলার মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়। ওই ব্যক্তি একটি সিঁড়ি ব্যবহার করে ইসরায়েল-মিসর সীমান্তের বেড়া টপকান।

তাদের ধারণা, মাদক চোরাচালান এবং সেগুলো বাজেয়াপ্ত করার সঙ্গে এ গোলাগুলির সম্পর্ক রয়েছে।

হামলাকারীর পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করা হলে কর্নেল রিচার্ড সাংবাদিকদের বলেন, ‘এটি আইএসআইএলের (ইসলামিক স্টেট সশস্ত্র গোষ্ঠী) কাজ হতে পারে, এটি কোনো সীমান্তরক্ষীর কাজ হতে পারে, এটি কোনো চোরাকারবারির কাজ হতে পারে এবং আমরা এখনো বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করছি। হামলাকারী কে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, মিসরীয় সেনাবাহিনীর সহায়তায় একটি তদন্ত সম্পন্ন করা হয়েছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন