পিএনএস ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পর এবার রাশিয়া সফরে রয়েছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধে অব্যাহত সমর্থন চাইছে, তখন তার বা তাদের এসব সফরকে ঘিরে প্রশ্নের সৃষ্টি হয়েছে। মস্কোর একটি ঘনিষ্ঠ মিত্র বলেছে, এই যুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াকে সমর্থন দিচ্ছে বেইজিং। তবে চীন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
রাশিয়ার মিডিয়া বলেছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র এই সফরের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের পথ তৈরি হবে। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়া সফরের সময় অস্ত্র বিষয়ক চুক্তি হতে পারে বলে যুক্তরাষ্ট্রের আতঙ্ক ছিল।
এমন সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা কৌশল বিষয়ে পরামর্শের জন্য চার দিনের জন্য রাশিয়া সফর করছেন ওয়াং ই। সোমবারের আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ওয়াং ই’র মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে রাশিয়ার স্বার্থ বিবেচনা ছাড়াই সমস্যা সমাধানে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
ওদিকে ইউক্রেন যুদ্ধে নিজস্ব শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে চীন। এ বছর শুরুর দিকে চীনের কূটনৈতিক মহলে যখন ঝড়ো হাওয়া তখনই এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হন ওয়াং ই। সে সময় তিনি মস্কো সফর করেন এবং পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক রোরি ডানিয়েলস বলেন, ইউক্রেন যুদ্ধের ইতি ঘটাতে চায় চীন।
ফলে তাদেরকে ইউরোপের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে।
ওদিকে রাশিয়াকে আর্থিকভাবে, প্রযুক্তিগত দিক দিয়ে সহায়তা করছে চীন এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। জুলাই মাসে যুক্তরাষ্ট্রের এমন একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হয়। তাতে বলা হয়, রাশিয়ার জন্য বিভিন্নভাবে অর্থনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে বেইজিং। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং রপ্তানি নিয়ন্ত্রণের ওপর এর প্রভাব পড়ছে।
পিএনএস/আনোয়ার
রাশিয়া সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী
19-09-2023 11:56AM