অ্যাটক থেকে স্থানান্তর, নওয়াজ শরীফের সেই ব্যারাকে নেওয়া হল ইমরান খানকে

  27-09-2023 12:44PM



পিএনএস ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কুখ্যাত সেই অ্যাটক জেল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে সেই ব্যারাকে রাখা হয়েছে যেখানে সাবেক অন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রাখা হয়েছিল।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে স্থানান্তরের নির্দেশ দেওয়ার পরদিন মঙ্গলবার কঠোর নিরাপত্তায় তাকে স্থানান্তর করা হয়। এ সময় ব্যবহার করা হয় ১৮টি গাড়ির বহর। এর মধ্যে ১৫টি ইসলামাবাদ পুলিশের। ছিল দুটি সাজোয়া যান। একটি অ্যাম্বুলেন্স। এসব প্রহরা দিয়ে অ্যাটক থেকে ইমরান খানকে নিয়ে যায় আদিয়ালায়।

এর আগের দিন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারক বিচারাধীন একজন ব্যক্তিকে আদিয়ালা জেলের পরিবর্তে অ্যাটক জেলে রাখায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন ইমরানকে স্থানান্তর করার।

এরপর ইমরান খানের আইনজীবীরা আদিয়ালা জেলখানায় যান। তারা ইমরান খানকে স্থানান্তরের রিপোর্ট পাওয়ার কথা অস্বীকার করে।

ওদিকে ইসলামাবাদ হাইকোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পরে ইমরানের আইনজীবী টিম জানায়, নির্দেশ অনুসরণ করা হয়েছে। এর মধ্যে নাঈম পাঞ্জতা দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রীকে আদিয়ালায় স্থানান্তর করা হয়েছে। তবে আদিয়ালা জেল প্রশাসন এ দাবি উড়িয়ে দেয়। তারা জানায়, ইমরান খানকে স্থানান্তরিত করা হয়নি। পরে এক্সে (সাবেক টুইটার) পাঞ্জতা বলেন, তাকে জানানো হয়েছিল, ইমরান খানকে আদিয়ালায় স্থানান্তর করা হয়েছে। কিন্তু জানা গেছে অ্যাটক জেল কর্তৃপক্ষ বলছে ইমরান খান তাদের কাছেই আছে।

জেল সূত্র উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়, আদিয়ালা কারাগারে উচ্চ নিরাপত্তাযুক্ত বি-শ্রেণির ব্যারাকে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে সব সুবিধা দেওয়া হয়েছে।

সূত্র বলেছে, তার রুমের সঙ্গে একটি অ্যাটাচড বাথরুম আছে। সার্বক্ষণিক তাকে জেলের সার্ভিস সুবিধা দেয়া হবে। তবে বর্তমান জেলে ইমরান খানের খাবারের মেনু কি হবে সে সম্পর্কে সিদ্ধান্ত হয়নি। সূত্র: ডন নিউজ, জিও টিভি, এক্সপ্রেস ট্রিবিউন

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন