১৭ দিন পর সুড়ঙ্গ থেকে ৪১ শ্রমিককে জীবিত উদ্ধার

  28-11-2023 09:35PM


পিএনএস ডেস্ক : অবশেষে ১৭ দিন পর ভারতের উত্তরাখণ্ডের সিল্কিয়ারার টানেলে আটকা পড়া ৪১ শ্রমিককে উদ্ধার করা গেছে সফলভাবে। উদ্ধারকারীদের অক্লান্ত প্রচেষ্টায় সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, সুড়ঙ্গ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করায় সিল্কিয়ারা টানেলের বাইরে স্থানীয়রা মিষ্টি বিতরণ করেছে। কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিংয়ের সঙ্গে উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমি।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি শ্রমিককে বের করতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে।

উত্তোলন প্রক্রিয়াটি প্রতিটি শ্রমিককে পৃষ্ঠের অবস্থার সঙ্গে পুনরায় খাপ খাইয়ে নিতে সময় নিচ্ছিল। এখানে তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। উদ্ধার করা প্রথম তিনজন শ্রমিককে বিশেষভাবে পরিবর্তিত স্ট্রেচারে করে বের করে আনা হয়।

গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর সিল্কিয়ারার এই টানেলে আটকে ছিলেন শ্রমিকেরা। বিভিন্ন পথে চলেছে উদ্ধারকাজ। একটি পরিকল্পনা ব্যর্থ হলে শুরু হয়েছে অন্য উপায়ে উদ্ধারকাজ। এভাবেই পেরিয়ে গেছে ১৬টি দিন। এক একটি পরিকল্পনা ব্যর্থ হলে হতাশ না হয়ে উদ্ধারকর্মীরা নতুন পরিকল্পনা নিয়ে শ্রমিকদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। রাতদিন এক করে তারা শ্রমিকদের যত দ্রুত সম্ভব বের করে আনতে প্রচেষ্টা চলিয়ে গেছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন